WBPSC Food SI Best Book: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসতে কিছুটা সময় লাগবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে যেকোনো পরীক্ষায় সফলতা পেতে শুরু থেকেই সঠিক প্রস্তুতি নিতে হবে। আজকের এই প্রতিবেদনে Team Exam Bangla বাংলা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ গাইডবুক সম্পর্কে বিস্তারিত জানাবে। Food SI পরীক্ষার প্রস্তুতির মানকে উন্নত করতে এই বইটির গুরুত্ব অপরিসীম।
WB Food SI Exam Preparation Material
- The most significant component of the WBPSC Food SI Exam preparation plan books.
- Candidates should focus on collecting the top books for WBPSC Food SI Recruitment Exam with a solid plan.
- However, before investing in books, ensure that the contenders are making the appropriate choice.
- Good books are an essential part of preparing for the WBPSC Food SI test.
- On this page, you can find information about the most recent and useful WBPSC Food SI Best books as well as other preparation tips.
Preparation Strategy for WBPSC Food SI Exam 2023
- Candidates must first understand the exam structure in its entirety and create a study plan they will follow every day.
- Candidates will be able to cover all topics in this manner and put greater emphasis on their areas of weakness.
- One of the most crucial factors is time.
- The thorough analysis that follows the assessment of your learning through the use of practice exams will show how much time you devote to each component.
- Therefore, using a stopwatch or timer while studying will be quite helpful.
Best Books for the WBPSC Food SI Written Exam
WBPSC Food SI Best Book
Best Book for Food SI Exam 2023: Food SI Exam প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন ধরনের বই উপলব্ধ রয়েছে। কিন্তু কোন বইটা ভালো? কোন বইটি বিগত বছরের প্রশ্নকে অনুসরণ করা হয়েছে? কোন বইটি পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যেতে পারে? কোন বইতে সাজেস্টিভ প্র্যাক্টিস সেট পাওয়া যাবে? উপরের এই প্রশ্নগুলো একজন পরীক্ষার্থীর মনে সব সময় ঘোরাফেরা করতে থাকে। সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই প্রতিবেদনে।
Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য যে বইয়ের কথা বলব সেটি হল Exam Bangla Publication প্রকাশিত “WBPSC Food SI Guidance Guru”, (A Perfect Guide Book for your Food SI Exam). বইটি সম্পাদনা করেছেন Koushik Roy (CDPO, WBCS).
WBPSC Food SI Book by Exam Bangla
বইটিতে কি কি রয়েছে বিস্তারিত নিচে দেওয়া হল (WBPSC Food SI Best Book Content) 👇👇👇
১) এই বইটি Food SI পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে।
২) বইটিতে প্রতিটি বিষয়ে বিগত বছরের প্রশ্নোত্তর অনুসরণ করা হয়েছে।
৩) বিগত বছরের প্রশ্নোত্তর ও গণিতের সমাধান করা রয়েছে।
৪) বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালাইসিস করা রয়েছে, অর্থাৎ বিগত বছরের কোন কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন এসেছে তা আলোচনা করার রয়েছে।
৫) বইটিতে প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ টপিক গুলি যেন খুব সহজে মনে থাকে তাই চার্ট ও টেবিলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।
৬) বইটিতে রয়েছে ফ্রী ৫ টি প্র্যাকটিস সেট। প্রতিটি সেটের সমাধান করে দেওয়া রয়েছে।
Food SI Syllabus Download: Click Here
Nice