টেট পরীক্ষার জন্য কোন বই পড়তে উচিত এবং পরীক্ষা প্রস্তুতি নেওয়া উপায় কী? এই ধরনের প্রশ্নগুলি আমাদের সামনে প্রায় প্রতিবার আসে। তাই আজকের আর্টিকেলে, আমরা আপনাকে টেট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির (প্রাথমিক টেট বই তালিকা) তালিকা প্রদান করব। একটি বই পড়া মাত্র যথেষ্ট নয় যদি আপনি যেকোনো চাকরি পরীক্ষায় সফল হতে চান। বিভিন্ন বিষয়ের বিবিধ বইগুলির অনুশীলন করে পরীক্ষার সময় সফলতা অর্জন করা সম্ভব। অনেকে সাধারণভাবে চাকরি পরীক্ষার জন্য পূর্ববর্তী কয়েক মাসের মধ্যে সমন্বিত ধরনের বইগুলি কেনে পড়ে এবং তারপর পরীক্ষা দেয়। এই প্রকারের পদ্ধতি অনুসরণ করলে চাকরি পরীক্ষায় পাশ হওয়া খুব কঠিন হতে পারে।
তাই আজকে আমরা টেট পরীক্ষার জন্য সবথেকে উপযুক্ত বিষয় ভিত্তিক বইয়ের নাম জানাচ্ছি, যেগুলো নিকটবর্তী কোন বইয়ের দোকান এবং অনলাইন থেকেও সহজেই কিনতে পারবেন। West Bengal Primary TET Book List 2022
প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি (Primary TET Exam Preparation)
যেকোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা পাশ (Crack) করার জন্য তিনটি বিষয় মাথায় রাখতে হয়।
- সিলেবাস
- প্রশ্নের ধরন অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র
- ওই চাকরির পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ করার জন্য দরকারি বই সমূহ।
দরকারি বই গুলি খুঁটিয়ে পড়তে হবে। সেই সাথে নিয়মিত মক টেস্ট দিলে পরীক্ষার প্রস্তুতি পরিপূর্ণ হয়। যদি সম্ভব হয় গাইডেন্স বা মেন্টর অর্থাৎ কোচিং নিলে খুবই ভালো হয়।
বর্তমান দিনে আমরা চাইলে বাড়িতে থেকেই অনলাইনের মাধ্যমে কোন কোর্স জয়েন করে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি সেরে ফেলতে পারি। তবে যাদের বাড়ির বাইরে পড়াশোনা করতে অসুবিধা তাদের ক্ষেত্রে এটি বেশি উপকারী।
প্রাইমারি টেট পরীক্ষার প্যাটার্ন (Primary Tet Exam Pattern)
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষায় মূলত পাঁচটি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এই বিষয়গুলি হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ এবং পেডাগগি।
বিষয় | নম্বর |
(1) বাংলা | 30 |
(2) ইংরেজি | 30 |
(3) গণিত | 30 |
(4) পরিবেশ বিদ্যা | 30 |
(5) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন | 30 |
মোট নম্বর | 150 |
প্রাইমারি টেট পরীক্ষার জন্য উপযুক্ত বই (West Bengal Primary TET Exam Book List with Download Link)
বাংলা (Bengali)
ব্যাকরণ-
ব্যাকরণের জন্য প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ভাষাপাঠ বই গুলি একবার পড়ে নিতে পারলে খুবই ভালো হয়। কথাটা শুনতে একটু অবাক লাগতে পারে। কিন্তু এই বইগুলি পড়লে দেখবেন এখান থেকেই টেট পরীক্ষায় অনেক প্রশ্ন চলে এসেছে।
তাছাড়া অন্যান্য যে সমস্ত বইগুলি আপনি কাছে রাখতে পারেন সেগুলি হল-
- উচ্চতর বাংলা ব্যাকরণ– শ্রীবামনদেব চক্রবর্তী
- বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ– কালিপদ চৌধুরী (নবম ও দশম শ্রেণীর), এটি আমাদের সকলের পরিচিত এবং খুব ভালো একটি বই।
বাংলা পেডাগগি-
১. বাংলা শিক্ষণ পদ্ধতি- ড: সুবিমল মিশ্র (রীতা পাবলিকেশন)
ইংরেজি (English)
গ্রামার-
- A Treasure Trove for English Learners- DP Bhattacharya
- A Text Book of Higher English Grammar and Composition- PK De Sarkar
- Objective General English- SP Bakshi (Arihant Publication)
ইংরেজি গ্রামার এর জন্য এই তিনটি বইয়ের মধ্যে যেকোনো একটি বই কিনলেই হবে। তিনটে বইই ভালো তাই আমরা তিনটেরই নাম দিলাম।
পেডাগগি (Pedagogy)
১. Teaching of English- Dr. Malayendu Dinda (Rita Publication)
গণিত (Mathematics)
পেডাগগি-
১. গণিত শিক্ষা- R. Bhattacharya
পরিবেশ বিদ্যা (Environment Studies)
পরিবেশ বিদ্যা বিষয়টির জন্য ক্লাস III-VIII পর্যন্ত পরিবেশ ও বিজ্ঞান বইগুলি বেশ উপকারী। সেই সাথে ক্লাস VI-VIII এর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইগুলি পড়লে পরিবেশ বিদ্যার থেকে যে প্রশ্নই আসুক সেগুলোর উত্তর দিতে পারবেন।
সেই সাথে বেশ কিছু পরিবেশ বিদ্যার বইয়ের নাম নিচে জানানো হলো-
- পরিবেশ- ড: অনীশ চট্টোপাধ্যায় (টিডি পাবলিকেশন)
- Primary TET পরিবেশ বিদ্যা (রীতা পাবলিকেশন)
পেডাগগি-
১. পরিবেশ শিক্ষা- অধ্যাপক এস.কে দত্ত
শিশু বিকাশ এবং পেডাগগি (Child Development and Pedagogy)
- শিশু শিক্ষা- ড. দেবাশিষ পাল (রীতা পাবলিকেশন)
- শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা (খন্ড ১ এবং খণ্ড ২)
এগুলি ছাড়া বিএড এর শিশু বিকাশ এর বইটি পড়লেও এই বিষয়টি কভার হয়ে যাবে।
প্রাইমারি টেট পরীক্ষার কম্বাইন্ড বই (Primary TET Combined Book List)
এমন অনেকে আছেন যারা খুব কম সময়ের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন। তাদের জন্য আমরা বেশ কয়েকটি টেট পরীক্ষার কম্বাইন্ড বই (TET Combined Book) নির্বাচন করেছি। এই বইগুলিতে টেট পরীক্ষার সমস্ত সিলেবাসের বিষয় একসাথে দেওয়া রয়েছে।
এককথায়, একটি বইয়ের মধ্যে পুরো টেট সিলেবাসের বিষয় দেওয়া আছে। নিচের তালিকায় বেশ কয়েকটি টেট এর কম্বাইন্ড বই এর নাম দেওয়া হয়েছে। এগুলির মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি বই নির্বাচন করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুইভাবেই এই বই পেয়ে যাবেন।
প্রাইমারি টেট কম্বাইন্ড বই 👇
- Parul’s Mission Primary TET- পারুল প্রকাশনী
- তপতীর প্রাইমারি টেট অ্যাডভান্সড
- টেট প্রাইমারি গাইড- ওরিয়েন্টাল বুক কোম্পানি
এই তিনটির মধ্যে যেকোনো একটি বই কিনে প্র্যাকটিস করলেই হবে। এখানে আপনি অনলাইনের মাধ্যমে বইগুলি অর্ডার করতে পারবেন।
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট বই (Primary TET Practice Set Book)
যেকোনো চাকরির প্রস্তুতিতে বই পড়া আবশ্যক। কিন্তু সেইসাথে নিজের জ্ঞানকে ঝালাই করতে এবং পরীক্ষা পাশ করার জন্য নিয়মিত প্র্যাকটিস করার বিকল্প হয়না। তাই টেট পরীক্ষার জন্য নিচে প্র্যাকটিস সেট এর বই গুলি দারুনভাবে কাজে লাগবে। একটি অবশ্যই সংগ্রহ করে রাখুন।
১. New Primary TET Practice Plus- Oxizone Books
২. তপতীর প্রাইমারি সাজেস্টিভ প্র্যাকটিস সেট
- এই দুটি টেট প্রাকটিস সেট (TET Practice Set) এর মধ্যে যেকোনো একটি কিনলেই হবে। অনলাইনে Amazon-এ অর্ডার করলে খুব সহজেই এই বইগুলি বাড়িতে পেয়ে যাবেন।
সবশেষে,
পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার জন্য উপযুক্ত বই নিয়ে লেখা আর্টিকেলটি আজকে এখানেই সম্পূর্ণ হলো। আশা করছি টেট পরীক্ষার জন্য কোন কোন বইগুলি পড়তে হবে বা কিনতে হবে সে বিষয়ে আপনার ভালো ধারণা হয়েছে। আজকের দেওয়া তথ্য থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই যারা আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মধ্যে টেট পরীক্ষা দিতে চলেছে তাদেরকে এই আর্টিকেলটি শেয়ার করুন।